অভয়নগর উপজেলা প্রতিনিধি:
যশোরের অভয়নগরে শিল্প বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় ভোক্তাধিকার সংরক্ষণের অভিযানে মজুদ সয়াবিন তেল উদ্ধার করে তা নায্য মুল্য খোলা বাজার বিক্রি করা হয়েছে। অভয়নগর উপজেলা নওয়াপাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের খুলনা সহকারী পরিচালক দিলারা জাহানরে নেতৃত্বে সোমবার (১৬ মে) দুপুর এ অভিযান চলে।
এ সময় নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মিরাজ ষ্টোর অভিযান পরিচালনা করে ৪০ লিটার মজুদ সয়াবিন তেল আটক করে। পরে দোকানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কে ৩ হাজার টাকা জরিমানা করে। পরে রেল লাইনের ওপর মা গঙ্গা ষ্টোরে অভিযান পরিচালনা করেন এবং বোতলজাত সয়াবিন তেল খোলা হিসাব বিক্রির অপরাধ ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
দিলারা জাহান জানান, ব্যবসায়ীরা তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তাই আমরা অভিযান করে তাদের শাস্তির আওতায় আনছি। উপজেলার সহকারি কমিশনার ভুমি অনুরুপ এক অভিযানে বাজারে দুটি দোকানে জগবন্ধু স্টোর ২ হাজার ও খাঁন হলুদ মিলে মালিকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
Leave a Reply