এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
দেশ স্বাধীন হওয়ার পরে থেকে একেক সরকার আসছে যাচ্ছে কিন্তু তানোর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডবাসীর ভাগ্যের উন্নতি হয় নি।
সরজমিনে দেখা যায়,
তানোর রাজশাহী মেইন রাস্তার পাশে দিয়ে বয়ে চলা রায়তান বাজে আকচা গ্রামের শুরু থেকে মালিপুকুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশা।
এই গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। কিন্ত এত গুরুত্বপূর্ণ জায়গা হয়েও সেই মান্ধাতার অবস্থার পড়ে আছে গ্রামের প্রধান সড়ক। এতে শিক্ষার্থী সহ গ্রামবাসী দুর্ভোগে পড়েছেন।
গ্রামবাসীর মুখে যানা যায় ৯০ এর দশকে বি এন পি সরকারের আমলে এখানে প্রায় ৩০০ মিটারের মত পিচঢালায় রাস্তা তৈরি হয়।
এর পরে থেকে এই গ্রামে আর কোনো রাস্তা তৈরি হয় নি। কালের বিবর্তনে আর নতুন রাস্তা নির্মান না হওয়ার পুর্বের রাস্তা মাটির সাথে মিশে গেছে,যার কোনো চিহ্ন মাত্র অবশিষ্ট নাই।
বিগত নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও বি এন পি মনোনীত মিজানুর রহমান পৌরসভার মেয়র নির্বাচিত হন।তখন তিনি এই রাস্তা নির্মান করবেন বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু রাস্তা নির্মান আর হয়ে ওঠে নি।
এইবার আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ইমরুল হক নির্বাচিত হন। তিনি তার নির্বাচনী প্রচারনায় বলেছিলেন যে পৌরসভা নির্বাচনে সব সময় বি এন পি প্রার্থী জয়ী হয় সেজন্য উন্নয়ন হয় না।
এবার যেন উনাকে ভোট দিয়ে আওয়ামী লীগ কে জয়ী করা হয়। তাহলে তিনি প্রধানমন্ত্রী থেকে ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে আসবেন এবং প্রথমেই এই রাস্তার কাজে হাত দিবেন।
উনার এই প্রচারণায় সরল বিশ্বাসে মানুষ উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কিন্তু ভোট ও শেষ জনগনের সাথে উনার সাক্ষাত ও শেষ। তিনি এলাকায় আসেন না এবং জনগনের দাবী বোঝার চেস্টা করেন না। কোথায় ৫০০ কোটি টাকা বাজেট আর কোথায় সেই উন্নয়ন সেটা এখনো অদৃশ্য ই থেকে গেছে।
এই রাস্তা আকচা স্কুল পাড়া, আকচা বানিয়া পাড়া, সাওতাল পাড়া এবং মালিপুকুর নামের চার টা গ্রাম কে সংযুক্ত করেছে। কিন্তু বর্ষাকালে এই রাস্তাতে হাটু পরিমান কাদা হয়। এই ডিজিটাল যুগে এসে গরু গাড়িতে করে পার হতে হয়, কেননা অন্য গাড়ি যেতে পারে না।
বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ রতন আহমদ বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে গরু গাড়ি ছাড়া বের হওয়া যায় না। ধান, আলু, পটলের বস্তা মাথায় করে দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মেইন রাস্তায় উঠতে হয়।
অসুস্থ রোগীদের বের করার জন্য গরুর গাড়ি ব্যাবহার হয়। গুরুতর অসুস্থ মানুষ কে সময়মত হাসপাতালে নেয়া যায় না শুধু রাস্তার জন্য।
এত সরকার আসে যায় কিন্তু কেউ কথা রাখে না, আমাদের ভাগ্যের উন্নতি হয় না।
এই রাস্তাটা আকচা স্কুল পাড়া, বানিয়া পাড়া, সাওতাল পাড়া এবং মালিপুকুর গ্রাম বাসীর প্রানের দাবী।
এই সংকট নিরসনের জন্য এই প্রতিবেদকের মাধ্যমে উক্ত গ্রামবাসী উপযুক্ত কতৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ এই রাস্তাটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা।