মোঃ আবু সাঈদ (স্যার)
সহকারী শিক্ষক (আইসিটি)
সাথিয়া, পাবনা।
ভেতরে লালিত শৈশবকে মুঠোবন্দী রাখো,
কখনো নষ্ট হতে দিওনা তাকে।
অবহেলায় শৈশবকে নষ্ট করলে-
নৈরাশ্য আর হতাশায় নিমজ্জিত হবে তুমি।
বয়সের বৃদ্ধিতে নুয়ে পড়ছে দেহ-মন,
শৈশবই তোমার শক্তি জোগাবে।
পাখিদের নীড়ে হামলা, মাছ ধরা, পুতুল খেলা,
আরো অনেক অনেক মধুর স্মৃতি।
অপ্রয়োজনে উথাল-পাতাল ঢেউ খেলানো মন,
পূর্ব পাড়ায় সুন্দরী তরুনী দেখতে যাওয়া।
আহা-সেকি আত্মার অমরত্ব তৃপ্তি।
মনে পড়ে! খুউব।
শৈশব হলো সপ্নেভরা বিশাল জলাভূমি,
সেখানে হাঁসেরা উড়তো, সাদা বকেরা উড়তো।
অবাক হয়ে দেখা, ডুবে থাকার মধ্যে আছে কৌতূহল,
শৈশব অমৃত সুধা, নষ্ট করোনা তুমি!
কৌতূহলি হও, শৈশবেরই মতো
তবেই বেঁচে থাকবে তুমি, শত বিপদকে করে নিহত।
শৈশবকে জাগ্রত রাখো, থাকবে তুমি ভালো,
এখনো অনেক ভালো।।
Leave a Reply