তাওহীদ আল উসামা, অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক) উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় ৪ নং পায়রা ইউনিয়নকে হারিয়ে শুভরাড়া ইউনিয়ন সূভ সূচনা করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার প্রমুখ। উদ্বোধনী খেলায় শুভরাড়া ইউনিয়ন ২-১ গোলে পায়রা ইউনিয়নকে হারিয়ে পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধে ৭ মিনিটের সময় পায়রা ইউনিয়নের পক্ষে একমাত্র গোল করেন ১০নং জার্সিধারী খেলোয়াড় মাহিনুর। এক গোলে পিছিয়ে থাকা শুভরাড়া ইউনিয়নের পক্ষে প্রথমার্ধের ২১ মিনিটের সময় সমতাসূচক গোল করেন ৭নং জার্সিধারী খেলোয়াড় মঈন। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে শুভরাড়া ইউনিয়নের পক্ষে ২য় গোল করেন সেই মঈন।
নির্ধারিত সময়ে খেলা শেষ হলে শুভরাড়া ইউনিয়ন ২-১ গোলে পায়রা ইউনিয়নকে হারিয়ে পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অজর্ন করে। সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী দলের ৭নং জার্সিধারী খেলোয়াড় মঈন। আজ বৃহস্পতিবার একই মাঠে টুর্ণামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় প্রথম খেলায় নওয়াপাড়া পৌরসভার মুখোমুখি হবে সুন্দলী ইউনিয়ন এবং বিকাল সাড়ে ৪ টায় ২য় খেলায় চলিশিয়া ইউনিয়নের প্রতিপক্ষ হিসবে মাঠে নামবে বাঘুটিয়া ইউনিয়ন।