ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক উদ্যেক্তা পর্যায়ে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর ব্লক তৈরীর মেশিন ও সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮মে) দুপুরে সংস্থারটি প্রধান কার্যালয় চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।
ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ, জনাব মোঃ মেছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ, জনাব এস,এম কামরুল আলম।
এসময় বক্তারা জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জমির উপরিভাগের অংশ কাটা হ্রাস হবে, জ্বালানী হিসেবে কাঠের ব্যবহার রোধ হবে এবং ইটভাটার কালো ধোয়া হতে পরিবেশ রক্ষা পাবে, বর্জ্য হতে পূনঃরায় নির্মান সামগ্রী তৈরী হবে বলে জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের উদ্ধর্তন কর্মকর্তাগন।