এ.এইচ. মাসুদ রানা, দিনাজপুর (খানসামা) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন চার প্রার্থী।
তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিন।
উল্লেখ্য যে, নৌকা মার্কার প্রত্যাশী ছিল চার জন প্রার্থী। উনারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের পুত্র প্রভাষক আনোয়ার হোসেন রানা, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাস। গত (১৩ মে ২০২২) শুক্রবার বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সফিউল আযম চৌধুরী লায়নকে মনোনয়ন প্রদান করে।
নৌকা সমর্থন করে বাকি তিন জন মনোনয়ন ফরম জমা প্রদান করে নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সিদ্ধান্ত মেনে নিয়ে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বার্তা প্রেরকঃ
এ.এইচ. মাসুদ রানা
দিনাজপুর (খানসামা) প্রতিনিধি