আবু সাঈদ (স্পেশাল করসপনডেন্ট) ।
কথায় আছে, মনের সাথে জোর চলে না। পড়াশোনা বাদ দিয়ে বিয়ের জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলা ফাঁস দিয়ে মিম খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মাহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে পাবনার, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা (নিচপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে মানিকহাট গ্রামের একটি ছেলের সাথে মিমের বিয়ের প্রস্তাব আসে। পরে বিষয়টি নিয়ে মিমের বাবা-মা মিমের ফুপু ছালে খাতুন ও ফুপা আব্দুল মতিনের সঙ্গে পরামর্শ করে মিমকে ওই ছেলের সাথে বিয়ের কথা জানায়। এ সময় মিম বিয়েতে রাজি নয় এ কথা জানায় এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা প্রকাশ করে।
এ নিয়ে মা-বাবার সাথে মিমের কথা কাটাকাটি হয়।এরপর এক পর্যায়ে অভিমান করে এদিন পার্শ্ববর্তী ফুপুর বাড়িতে সকলের অগোচরেই ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে। বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, নিহত মিম খাতুন তার বিদ্যালয়ের ১০ম শেণির বিজ্ঞান শাখার একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। সে নিয়মিত স্কুলে আসতো ও পড়াশোনায় মনোযোগী ছিলো।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) আব্দুল হান্নান জানান মিমের সুইসাইড এর কারণ জানার জন্য ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।