মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পৃথক অভিযানে এক ইয়াবা সরবরাহকারী এবং এক গাঁজা সেবনকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে হরিরামপুর থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার এস আই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান মুস্তাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহকারী বাবু মৃধাকে (২২) নটাখোলা বাজারের পশ্চিম পাশে ইটসোলিং এর রাস্তার উপর দিয়ে দৌড়ে পালানোর সময় আটক করে। তার নিকট থেকে হালকা গোলাপী রঙের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাবু নটাখোলা (বালিয়াচক) গ্রামের ইরফান মৃধার ছেলে।
বাবুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ইয়াবা ট্যাবলেটগুলো সে ওই গ্রামের মোঃ আল আমিন শেখের (২২) নিকট থেকে কিনেছে। আল আমিন ওই গ্রামের হিরু মিয়ার ছেলে। পরে বাবুকে নিয়ে আল আমিনের বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিনের ঘরে তল্লাশী করে স্টীলের শোকেচ এর উপর থেকে ৭৩ পিস হালকা গোলাপী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে আজ মঙ্গলবার চালা ইউনিয়নের সাকুচিয়া থেকে গাঁজা সেবনরত অবস্থায় নিসাত বিশ্বাস (৩৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। নিসাত ওই গ্রামের খোরশেদ বিশ্বাসের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ইয়াবাসহ আটক বাবুকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। গাঁজা সেবনরত অবস্থায় নিসাতকে আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply