আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দুইজোড়া কপোত-কপোতিকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউপি কুসুম্বা হাজী পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ধান ব্যবসায়ী এনামুল হক (৫০) এবং নুরুল্যাবাদ ইউপির দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নেকবর আলীর ছেলে রফিকুল ইসলাম (২০)।
জানাগেছে, ধান ব্যবসায়ী এনামুল দীর্ঘদিন থেকে বিধবা বিয়াইনের সাথে পরকিয়া করে আসছিলেন। প্রতিদিনের মত বুধবার রাতে বিধবার ঘরে আসলে স্থানীয়রা তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। অপর দিকে, রফিকুল নামে এক যুবক ট্রাক চালকের স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় বেড়াতে যান। সেখানে এক আত্নীয়র বাসায় আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করেন। পরে অভিযুক্তের এলাকার ইউপি সদস্য বাগমারা থেকে নিয়ে এসে রফাদফা করার চেষ্টা করেন। এসময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।