সুনামগঞ্জ প্রতিনিধিঃ ইফতিয়াজ সুমন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল।
নিহতরা হলেন- সুন্দরপাহাড়ি গ্রামের আবদুল হালিমের মেয়ে তাওহিদা আক্তার (১১), ফয়জুর রহমানের মেয়ে রিপা বেগম (১২) ও আবদুল আজিজের ছেলে আমিরুল ইসলাম (১১)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে সুন্দরপাহাড়ি গ্রামের পাশে হাওর এলাকায় পানি বৃদ্ধি পেয়ে চাষিদের বাদাম ক্ষেত তলিয় যাচ্ছে। সকালে এসব ক্ষেতের বাদাম তুলতে যান গ্রামের নারী-পুরুষেরা। সকাল সাড়ে ১১টায় ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও আটজন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গ্রামের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল লতিফ তরফদার জানান, বজ্রপাতে তিনজন মারা গেছেন। এর মধ্যে দু’জন মেয়ে ও একজন ছেলে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।