এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচান্দর ইউপির ৬নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামে উচ্চ আদালতে আপিল রুয-স্বত্বেও” নিম্ন আদালতের পূর্ব নোটিশ জারি ব্যতিরেকে স্বনাতণধর্মাবলম্বিদের ১০টি হিন্দু পরিবার ও ১৮টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করে এলাকা ছাড়া করার মত ন্যেক্কারজনক ঘটনা ঘটেছে। বর্তমানে ওই পরিবারগুলোর শিশুসহ নারী-পুরুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন বিহঃবিশ্বে বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক আধুনিক ডিজিট্যালি বাংলাদেশ হিসেবে উপস্থাপণ করছেন, তখন উচ্চ আদালতে আপিল রুয-স্বত্বেও” নিম্ন আদালতের পূর্ব নোটিশ জারি ব্যতিরেকে স্বনাতণধর্মাবলম্বিদের ১০টি হিন্দু পরিবার ও ১৮টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করে এলাকা ছাড়া করার মত ন্যেক্কারজনক ঘটনা দুঃখ্যজনক। আজ ১৮মে (বুধবার) ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচান্দর ইউপির ৬নং ওয়ার্ড কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে ওই পরিবারের শিশুসহ নারী-পুরুষ খোলা আকাশের নিচে মানবের অবস্থায় অবস্থান করছে। এবিষয়ে স্থানীয় তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞার নিকট মোবাইল ফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন, আদালতের রায়ে বাদি দেলোয়ার হোসেনকে কোট পুলিশ জমি বুঝিয়ে দিয়েছেন।