নজরুল ইসলাম নাজমুল
সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা (অর্থনীতি বিভাগ) ।
প্রিয়ার চাঁদমুখ ম্লান হয়েছে কালো আভরণে
মধুমাখা মাঝে তাইতো প্রিয়া চন্দ্র-বন্দনে
মেঘের মাথায় টুপি দিয়ে ছড়ায় কুসুম-আসার
পাহাড়ের পিঠে চড়ে গাথে মান্দরের মালা ।
প্রিয়ার চাঁদমুখ ম্লান হয়েছে কালো আভরণে
দুখ রচে তাইতো প্রিয়া জাফরানে ।
সুলোচনায় পরম যত্নে করে অশ্রুপাত
ভিজে ওঠে অক্ষিগোলক অকস্মাৎ।
প্রিয়ার চাঁদমুখ স্লান হয়েছে কালো আভরণে
চন্দ্র-বিহনে তাইতো প্রিয়া আলোর সন্ধানে ৷
খিড়কি দুয়ার খুলে প্রিয়া নাচে রুমঝুম
বসন্তে স্মরিয়া আমায় মাখে কুমকুম
প্রিয়ার চাঁদমুখ স্নান হয়েছে কালো আভরণে
মিশে আছে প্রিয়া মোর সকল কল্যাণে
জীবন তানে
জীবন তানে ৷