ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও(দেবিডাঙ্গা) গ্রামের রিয়াজুল ইসলাম(৪১) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার(২০মে) রিয়াজুল ইসলাম এবং তার বড় ছেলে বিপুল ইসলাম (১৮) মিলে বোরো ধান কাটতে মাঠে যায়। দুপুর ১ টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদুর আসতে না আসতে বিকট শব্দে বজ্রপাত রিয়াজুল ইসলামের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বড় ছেলে জানান, আমি এবং বাবা ধানের বোঝা নিয়ে আসতেছিলাম। হঠাৎ মেঘের বিকট শব্দে পিছনে তাকিয়ে দেখি বাবা আইলের পাশে পড়ে আছে। তৎক্ষনাৎ বাবাকে দেখি তিনি অচেতন। মৃতের চাচা,আব্দুস সাত্তার (প্রধান শিক্ষক) জানান, ঘটনার পর পর ছুটে গেছি। দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এদিকে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য জনাব হুমায়ূন কবির বিপ্লব জানান, যেহেতু ঘটনাটি জুম্মার নামাজের সময় ঘটেছে, তাই নামাজের পর পরই আমি ঘটনা স্থলে যাই এবং রিয়াজুল ইসলামকে মৃত দেখতে পাই। মৃত ব্যক্তির ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।