উদয় কুমার দাশ, সাতক্ষীরা প্রতিনিধি;
তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন" বিষয়ক নির্দেশিকা অনুযায়ী লাইসেন্স আরোপ করায় লক্ষে গতকাল (১৯ মে ২০২২ইং) তারিখে দিনব্যাপী যথাক্রমে সাতক্ষীরা জেলার স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন মৌমাছি এর তত্তাবধানে সাতক্ষীরা জেলা সিভিল সাৰ্জন কার্যালয়ের কক্ষে এইড ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় "Orientation on Tobacco advertising, promotion and sponsorship (TAPS) Ban violation and Tobacco Trade Licensing Survey" বিষয়ে সহায়কদের ওরিয়েন্টেশন করানো হয়। উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলক কুমার চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন দুলাল দাস, নির্বাহী পরিচালক, মিডা এবং শাম্মী আক্তার, নির্বাহী পরিচালক, প্রভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশান্ত মল্লিক, নির্বাহী পরিচালক, মৌমাছি। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।
অত্র জরিপ পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ অনুসারে, সকল ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রমোশন নিয়ন্ত্রণে স্থানীয় সরকারের নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের পৃথক লাইসেন্স ব্যবস্থা করন ও আইন লঙ্ঘনকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করতে সহায়ক হিসেবে কাজে আসবে বলে সকলে মনে করেন।