মোঃআবু সাঈদ (স্যার)
সহকারী শিক্ষক ( আইসিটি)
সাঁথিয়া, পাবনা।
বসন্তের দুপুরে গ্রামের মেঠো পথ দিয়ে,
চলেছি আমি একা।
জন-মানবহীন শূন্য এ পান্তর,
সূর্য কিরণের খা খা।
ভাবুক আমার মনে উদয় হল,
নানান রকম কল্পনা।
মৃত্তিকার বুকে একে দিল কে?
রঙিন বিস্ময়ের আল্পনা।
পৃথিবীর বুকে কখনো সবুজ,
কখনো সোনালি গেরুয়া বসন।
কখনো রজনী গন্ধা – সাদা গোলাপ,
নার্সারীতে তার আসন।
মাঠের বুকে মাটি ভেদ করে ওঠে
শত শত শিশু চারা!
স্রষ্টার মহিমায় বড় হতে থাকে,
নিয়ে সতেজ প্রাণের ধারা।
প্রকৃতির এই রহস্যময়ী খেয়ালে
সাজানো যে স্বর্গের ধারা,
এত সৃষ্টির – স্রষ্টার কত যে ক্ষমতা
ভাবুক এ মন পাগল পারা।
ইয়া রহমান তোমার রহস্য কত?
জানেনা অজ্ঞ মানুষজন।
তাইতো তোমার বিরুদ্ধে করে
অ-মানবিক আচরণ।
Leave a Reply