সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি
২১ মে শনিবার চাটমোহর উপজেলা মিলনায়তন-১ এ চাটমোহর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় ৩ দিন ব্যাপী প্রয়োজনীয় আইন অবহিতকরন কর্মশালা শুরু হয়েছে।
২১, ২২ ও ২৩ মে তিন দিন ধরে চলা এ কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় আইন সম্পর্কে অবহিত করা হবে।
এ কর্মশালার প্রথম দিনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চাটমোহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈকত ইসলাম।
এরপর "ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ ও শাস্তির বিধান" এবং "বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ ও শাস্তির বিধান" বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন ইউএনও সৈকত ইসলাম।
"নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২ ও শাস্তির বিধান" বিষয়ক সেশন পরিচালনা করেন ইউএইচএফপিও ডা. ওমর ফারুক বুলবুল।
"জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শালীনতা ও নৈতিকতা বিরোধী অপরাধ ও দন্ডবিধির ধারা সমূহ" এবং "ধর্মীয় সম্পর্কিত অপরাধ ও দন্ডবিধির ধারা সমূহ" বিষয়ক দুটি সেশন পরিচালনা করেন চাটমোহর থানার ওসি(তদন্ত) হাসান বশীর।
কর্মশালায় কো-অর্ডিনেটর হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম।
উক্ত কর্মশালায় জাইকার প্রতিনিধি হিসাবে উপস্থিতি ছিলেন সুদেব কুমার সিং।
প্রথম দিনে ৩০ জন এ কর্মশালায় অংশ নিয়েছে। আগামী দুইদিন এ কর্মশালা চলবে বলে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়েছে।