উচচপ্রু মারমা (তিন পার্বত্য জেলা প্রতিনিধি)
২১ মে রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর (
উশৈসিং)
বান্দরবান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আজ শনিবার২১মে সকাল ১০টা রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বোধন করেন এবং কৃষি উপকরণ বিতরণ করেন। বান্দরবান পার্বত্য মন্ত্রী জননেতা বীর বাহাদুর এই সময় তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্প করার জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকা আমরা সেবা করার নিয়োজিত, এই সরকার জনগণের পাশে থেকেও সুযোগ সুবিধা আরো উন্নয়ন গড়ে তুলবো।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি বান্দরবান সদর হতে বড় খোলাপারা পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন বড় খোলাপাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারে চেরাংঘর উদ্বোধন বড়খোলা পারা রাইখালী পাড়া উপর নবনির্মিত নির্মাণের উদ্বোধন। বড়খোলা পাড়া কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডংনালা শাক্যমুনি বৌদ্ধবিহার বিহার অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরো, এর সভাপতিত্বে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আরো উপস্থিত আছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশৈপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংশৈছাইন চৌধুরী, ও সদস্য দীপ্তিময় তালুকদার, আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাইয়ে সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা আরব, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুশিত চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পূজনীয় ভিক্ষুসংঘ এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।