মো: বাপ্পু আহমেদ
ফটিকছড়ি প্রতিনিধি
••••••••••••••••••••
প্রতারণার মামলায় ফটিকছড়ির সমিতিরহাটের এয়ার মোহাম্মদ (প্রকাশ এয়ার মোহাম্মদ বৈদ্য) গ্রেফতার হয়েছে।
১৯-মে বিকেলে সমিতিরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফটিকছড়ি থানা পুলিশ।
তিনি সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর (৬-নং ওয়ার্ড) এলাকার হানিফ বাড়ির মৃত নুরুল ইসলাম সওদাগরের পুত্র।
একই এলাকার মোঃ আবদুল সবুরের করা সি.আর মামলায় (মামলা নং ৫৯/২২) তাকে গ্রেফতার করা হয়।
যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ আবদুল সবুর জানান, সুসম্পর্ক থাকার কারণে জরুরী প্রয়োজনের কথা বলে এয়ার মোহাম্মদ চার লক্ষ টাকা হাওলাত চাইলে এবং বারবার অনুরোধ করলে স্থানীয় কয়েকজন লোকজনের উপস্থিতিতে গত ১০/০১/২০১০ ইংরেজী তারিখে তিনি চার লক্ষ টাকা হাওলাত তথা কর্জ হিসেবে দ্বার দেন। পরবর্তীতে পঁঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন এবং গত ২৫/০৯/২০১২ ইংরেজী তারিখে এয়ার মোহাম্মদ চেক মূলে দুই লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু উক্ত টাকাও ব্যাংক হতে তোলা যায়নি। এরপর এয়ার মোহাম্মদ কিছু জায়গা জমি বিক্রয় করে পাওনা সাড়ে তিন লক্ষ টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এভাবে এয়ার মোহাম্মদ দীর্ঘদিন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপন করে টাকা পরিশোধ করেনি। এই ব্যাপারে স্থানীয় ও বাড়ির লোকজন তাকে টাকা পরিশোধ করার কথা বললেও বারবার অঙ্গীকার ভঙ্গ করেন। বেশ কয়েকবার তারিখ নির্ধারণ করেও টাকা দেয়নি। এই জন্য বাধ্য হয়ে বিগত ১৪/০৯/২০২১ ইংরেজী তারিখে বিজ্ঞ এডভোকেটের মাধ্যমে এয়ার মোহাম্মদের নিকট টাকা পরিশোধের দাবী ক্রমে একটা লিগ্যাল নোটিশ প্রেরণ করেন এম, এ, সবুর। কিন্তু তিনি লিগ্যাল নোটিশ গ্রহণ না করে নোটিশ খানা ২৭/০৯/২০২১ ইং তারিখ ফেরত আসে। পরে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং টাকা সমূহ চেক বা নগদে আগামী ৪ মাসের মধ্যে বাড়িতে গিয়ে পরিশোধের অঙ্গীকার করেন। কিন্তু তিনি গত ০৫/০২/২০২২ ইং তারিখে এয়ার মোহাম্মদের বাড়িতে গেলে উপস্থিত জন সম্মুখে এয়ার মোহাম্মদ বলেন যে, তিনি কোনো টাকা পরিশোধ করবে না। এসময় এয়ার মোহাম্মদ গালমন্দও করেন।
এরপর এয়ার মোহাম্মদ এর নামে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত, চট্টগ্রামে মামলা দায়ের করেন এম, এ, সবুর।
সে মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত এয়ার মোহাম্মদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, এয়ার মোহাম্মদ নামে ওয়ারেন্টভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।