উদয় কুমার দাশ, সাতক্ষীরা প্রতিনিধি;
আজ ২৩ মে ২০২২ইং সোমবার সকাল ১১:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত নাগরিক উদ্যোগ সংস্থার উদ্যোগে উঠান সভা বিষয়ক চেইঞ্জ এজেন্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে এ উপস্থিত ছিলেন 'ক্রিশ্চিয়ান এইড" সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মাহেনুর আলম চৌধুরী (বর্না) , সাইফুর সুমন প্রকল্প অফিসার-নাগরিক উদ্যোগ, ঈশিতা তরফদার এডভোকেসী ও ডকুমেন্টেশন অফিসার- ক্রিশ্চিয়ান এইড, মোঃ রহিদুল ইসলাম ডিভিশনাল কো অর্ডিনেটর- নাগরিক উদ্যোগ, খুলনা এবং পলাশ দাশ অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল কো অর্ডিনেটর-নাগরিক উদ্যোগ, খুলনা ।
মিটিং এ মাহেনুর আলম চৌধুরী (বর্না) সকল চেইন্জ এজেন্টদের বলেন, খুলনা, যশোর ও সাতক্ষীরার ইউনিয়ন পর্যায়ে যে সকল অঞ্চলে দলিত জনগোষ্ঠী বসবাস করে সেই সব অঞ্চলে তাদের সাথে উঠান বৈঠক এর ব্যবস্থা করতে হবে ।
মোঃ রহিদুল ইসলাম বলেন,মূল ধারার মানুষের রাষ্ট্রের কাছে যেসব অধিকার আছে , দলিত জনগোষ্ঠীরও একই অধিকার আছে ।
রাষ্ট্রীয় সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে । সুতরাং আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে ।
পরিশেষে, মাহেনুর আলম চৌধুরী (বর্ণা) সাপ লুডু গেইম এর মাধ্যমে একটি মডেল উঠান বৈঠক পরিচালনা করে দেখান এবং মাঠ পর্যায়ে খুবই সতর্কতা অবলম্বন করে উঠান বৈঠক পরিচালনা করতে পরামর্শ প্রদান করেন ।।