ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ডিজিটাল মার্কেট প্লেস ও আর্থিক প্রতিষ্ঠানে প্রবেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে তরুণ উদ্যোক্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য নারীর ক্ষমতায়ন (উইং) ও ইউএনডিপির সহযোগিতায় ঠাকুরগাঁও শহরের ইএসডিও’র হলরুমে এই কর্মশালা হয়।
প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রামকৃষ্ণ বর্মন। এতে প্রায় ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
বক্তব্যে রামকৃষ্ণ বর্মন বলেন, তরুণ নারী ও পুরুষ উদ্যোক্তাদের অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে। কোনো প্রতিবন্ধকতায় থেমে গেলে চলবে না। পরিশ্রম করেই সাফল্যের চূড়ায় উঠতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মামুনুর রশিদ, কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, স্বপ্ন এবং উইং ও ইউএনডিপি প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জি। প্রশিক্ষণ সঞ্চালনা করেন, অনলাইন বিক্রয় সেবার ডিজিটাল প্লাটফর্ম আনন্দ মেলার জাতীয় পরামর্শক সমন্বয়কারী সারাহ জিতা।
বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটপ্লেসে প্রবেশ ও আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে জ্ঞান এবং ব্যবহারিক তথ্য সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। অনলাইন বিক্রয় সেবার ডিজিটাল প্লাটফর্ম আনন্দমেলা উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং অনলাইন ব্যবসা পরিচালনা ও টিকিয়ে রাখতে এ কর্মশালা সহযোগিতা করবে।
অনলাইন বিক্রয় সেবা ডিজিটাল প্লাটফর্মে কোন রকম খরচ ছাড়াই ঘরে বসেই আনন্দমেলায় ক্রেতা বিক্রেতারা ক্রয় বিক্রয় করতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের পণ্য আনন্দমেলা ডিজিটাল প্লাটফর্মে প্রদর্শন করতে সাহায্য করবে বলে জানান আনন্দমেলা শপের সংশ্লিষ্টরা।
Leave a Reply