এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয় আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ পরিচালনার নিমিত্তে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মুন্ডুমালা পৌরসভায় কন্সফারেন্স রুমে ওই একই সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৩ মে) সোমবার দুপুর ১২টার দিকে তানোর উপজেলার পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভা পরিচালনা করেন জনশুমারি ও গৃহগণনার সদস্য সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অপরদিকে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে পৌরসভার কন্সফারেন্স রুমে কমিটির সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব তানোর উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলুসহ কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।