বিকাশ রায় বাবুল, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বোড়াগাড়ী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার(২৫ মে) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাইবেকারে ৮-৭ গোলের ব্যবধানে পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নকে পরাজিত করে বোড়াগাড়ী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এসময় ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, পাঙ্গাঁ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলায় দুই দলেই আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। তবে খেলার প্রথমার্ধের শেষ মূহুর্তে পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের এক খেলোয়াড় হাত দিয়ে বল ধরায় লাল কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায়। একজন কম খেলোয়াড় নিয়ে গোলশূন্য ড্র নিয়ে দুই দল মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল করে এগিয়ে যায় পাঙ্গাঁ মটুকপুর। তবে বেশি সময় লাগেনি গোল শোধ দিতে বোড়াগাড়ী দলকে। ১-১ গোল নিয়ে খেলা শেষ হলে জয় পরাজয় গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারেও প্রথমে পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়ন এগিয়ে থাকলেও ৮-৭ ব্যবধানে শেষ হাসি থাকে বোড়াগাড়ী ইউনিয়নের খেলোয়াড় ও দর্শকদের।
বোড়াগাড়ী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে নীলফামারী জেলায় খেলার যোগ্যতা অর্জন করে।