এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে তানোর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ ২৬মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় তানোর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায়, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে অবহিত করণ ওয়াকসপ- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন একে এম সারোয়ার জাহান,পরিচালক উপ সচিব বিভাগীয় সমাজসেবা কার্যালয় রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ উপ সহকারী সমাজসেবা রাজশাহী। তানোরে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুবাক্কার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানসহ স্থানীয় ব্যাবসায়ি ও বিভিন্ন শ্রেণী পেষার মানুষসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।