এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকদের দিয়ে থেকে ব্যক্তিগত জমির ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও ধান কাটার ছবি তুলতে গেলে ওই ইউপি সদস্য সাংবাদিকদের চড়াও হয়। এ সময় বিভিন্নভাবে হুমকী-ধামকী প্রদান করে।
এ বিষয়ে বিলশিকারী গ্রামের মৃত হাফিজ উদ্দীনের পুত্র দুলাল হোসেন বাদী হয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাতুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ও বিলশিকারী গ্রামের মৃত গহের আলীর পুত্র আককাস আলী সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ না করিয়ে কর্মসৃজন কর্মসূচীর ১৩জন শ্রমিককে তার নিজের জমিতে ধান কাটিয়ে নিচ্ছেন। এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা মাঠে গিয়ে ঘটনার সত্যতা পান।
সেখানে দেখা যায় ৮জন শ্রমিক ধান কাটছে। এরমধ্যে একজন বাদে সাতজনই কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক বলে তারা স্বীকার করেন।
শ্রমিকরা জানান, তারা দুইদিন ধরে আককাস মেম্বারের এ জমিতে ধান কাটছেন। সাংবাদিক আসার খবরে এবং তার জমির ধান কাটার ছবি তোলায় ইউপি সদস্য আককাস আলী সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করে।
এ ব্যাপারে আককাস আলী জানান, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক হলেও তাদেরকে তিনি দিনমজুর শ্রমিক হিসেবে কাজ করিয়ে নিচ্ছেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকদের দিয়ে নিজের জমির ধান কাটিয়ে নেয়ার কোন সুযোগ নাই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।