সায়েফিন আহমেদ ফিরোজ (প্রধান ক্রিড়া প্রতিবেদক) ।
মিরপুরে বাংলাদেশ - শ্রীলঙ্কা ২য় টেস্টের চতুর্থ দিনেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং এ সুবিধা করতে পারেনি টিম বাংলাদেশ। মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে তৃতীয় দিনের ২য় সেশন থেকে বৃষ্টি শুরু হলে ৪ ঘণ্টা খেলা বিরতি থাকে। ম্যাথিউজ ও চান্ডিমালের ব্যাটের রানের উপরে ৩য় দিন শেষ করে। চতুর্থ দিনে ম্যাথিউজ ও চান্ডিমালের সেঞ্চুরি তে ভর করে রানের পাহাড় বানিয়ে ফেলে শ্রীলঙ্কা।
চান্ডিমালের ১২৪ রানে ইবাদত ব্রেকথু এনে দিলে শ্রীলঙ্কার উইকেট যাওয়া শুরু হয়ে যায়। ম্যাথিউজ ১৪৫ রানে অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কা ৫০৬ রানে পৌঁছে যায়।
অন্যদিকে বাংলাদেশ বোলিং এ সুবিধা করতে পারেনি ম্যাচে। ইবাদতের ৩৮ ওভার বল করে ১৪৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।সাকিব ৪০ ওভার বল করে ৯৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন।
চতুর্থ দিনের ৩য় সেশনে বাংলাদেশ ২য় ইনিংস শুরু করে। তামীম- মমিনুল শূন্য রান করে ফিরে গেলে শান্তর ২ আর মাহমুদুল জয়ের ১৫ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে যান। লিটনের ২ আর মুশফিকের ১৪ রানে অপরাজিত থেকে দিন শেষে মাত্র ৩৪ রান করে ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ। এখনও ১০৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।