এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী শামিমের লাশ ময়না তদন্ত শেষে আজ বৃহস্প্রতিবার বিকাল ৫.৩০মিনিটে নাচোল মহিলা কলেজে তার জানাযা শেষে মাস্টারপাড়া গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, নাচোলে উপজেলা সমাজসেবা অফিসের ফতেপুর ইউনিয়ন সমাজকর্মী
শামীম রেজার ঝুলন্ত লাশ গত বুধবার রাত ১০টায় উদ্ধার করে থানা পুলিশ। শামীম রেজা(৩৩) নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া শামসুদ্দিনের ছেলে । নাচোল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,গত বুধবার বিকাল ৪টায় শামিম বাসা থেকে অফিসে আসে। রাত্রি ৮টার তার বন্ধু মাঠপাড়া গ্রামের আনোয়ার শামিমের ফোনে কল দিকে
তাকে পাওয়া যাচ্ছেনা বলে তার স্ত্রীর গোলাপীর ফোনে কল করে। শামিমের খোঁজ জানতে চাই। শামিমের স্ত্রী শামিমের ফোনে কল দিলে কল হলে রিসিফ হচ্ছেনা দেখে
শামিমের ভাগ্নেকে সংগে নিয়ে আনোয়ার ও শামিমের স্ত্রী তার অফিসে খোঁজে যায়। উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে শামিমের জানালার গ্রীলের সাথে ঝুলানোর লাশ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক নাচোল থানা পুলিশকে খবর দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ওসি তদন্ত আব্দুল ওয়াহাব সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় । গোমস্তাপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, উপজেলা নির্বাহী
অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের উপস্থিতিতে লাশের সুরতহাল করে রাত্রি সোয়া ১০টার দিকে নাচোল থানায় লাশ নিয়ে আসে পুলিশ। বৃহস্প্রতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা না অন্যকিছু জানা যাবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-গালিব জানান,আমি ঘটনার দিন রাত্রে নয়টার দিকে খবর পেয়ে অফিসে এসে শামীম রেজার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার
কাছে অফিসের এক সেট চাবি থাকে। কাজের প্রয়োজনে অফিস খুলে অফিসের কাজ কর্ম করেন। এই অনাকাঙ্খিত ঘটনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি
এব্যাপারে উপজেলা নির্বাহী শরিফ আহম্মেদ জানান, এই ঘটনাটি দুঃখজনক। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিসি ফুটেজ পুলিশ প্রশাসনকে দিয়েছি। শামিমের পরিবারের জন্য আমরা অফিসিয়ালি সহযোগীতা করার চেষ্টা করবো।
মরহুমের স্ত্রী গোলাপী জানান, আমার স্বামী আত্মহত্যা করেনি। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে আমার স্বামীর হত্যার সুষ্টু বিচার দাবী করছি।