ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পুন্ন স্কুল শিক্ষকদের একমাত্র কলেজ ঠাকুরগাঁও বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কলেজের বিএসএড কোর্স ২০২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ শে মে দুপুর ১টায় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত অবহিতকরণ সভায় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোছাঃ তাহমিনা মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও এর উপ-সহকারি পরিচালক, শাহেদা সুলতানা।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা ডাঃ আল-মুনসুর। ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হুমায়ন কবির।কলেজ অধ্যক্ষ মোছাঃসাবিনা ইয়াসমিন মোল্লা, উপাদক্ষ জাহানারা বেগম, একতা প্রতিবন্ধী স্কুলের প্রধান মোঃ আমিনুল ইসলাম। বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও বিএসএড কোর্সের শিক্ষার্থী, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক ও একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এস,এম জসিম। কলেজ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় উক্ত বিএসএড কোর্স সমন্ধে বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান এবং প্রশিক্ষণার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।
Leave a Reply