উচচপ্রু মারমা তিন পার্বত্য জেলা
সরকার পাহাড় ও সমতলে নিরলস ভাবে উন্নয়ন কাজ যাচ্ছে বলে দীর্ঘ বছর পরে হলেও দুর্গম থানচি উপজেলা একটি মডেল উপজেলায় পরিনত করতে পেরেছি। সে জন্য থানচি উপজেলার পর্যটনের বিকাশ, পাহাড়ে যোগাযোগের জন্য অভ্যন্তরীন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান উন্নয়ন ও বাস্তবায়ন করে যাওয়ায় এ অঞ্চলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
আজ ২৭ মে শুক্রবার বান্দরবানে থানচি উপজেলা সদর সনাতন ধর্মাবল্বীদের সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নব নির্মিত ভবন শুভ উদ্ভোধন কালে একথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
তিনি এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাচউবো এর অর্থায়নের ২ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যয়ের বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত সড়ক নির্মান, বাস ষ্টেশন নির্মানে মোট তিনটি মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ে মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেই চলছে।
মন্ত্রী সরকারী সফরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হোম সোলার সিষ্টেম এর প্রকল্প পরিচালক মো: হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম পিএসসি, বান্দরবানে নির্বাহী ম্যাজিষ্টেট রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা,উপজেলা নির্বাহী