ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানার হত্যা মামলার পলাতক দুই আসামী বুলবুল(৫০)ও তার স্ত্রী পলি আক্তার (৪২)কে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
রোববার(২৯মে) বিকেলে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ময়মনসিংহ পাড়া থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত বুলবুল(৫০) ময়মনসিংহ জেলার ১৫টাংগব ইউনিয়নের রৌহা উত্তরপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে ও বুলবুলের স্ত্রী পলি আক্তার(৪২)।
মামলার বিবরনে জানা যায়, গত ১৫ই এপ্রিল বসতবাড়ির সিমানা নিয়ে মারামারি হয় ময়মনসিংহ জেলার ১৫ টাংগব ইউনিয়নের রৌহা উত্তরপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে বুলবুল(৫০) ও তার ছোট ভাই সাইফুলের। এক পর্যায়ে বড় ভাই ও ভাবির লাঠির আঘাতে গুরুতর আহত হয় ছোট ভাই সাইফুল। এসময় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। পরে এ্যাম্বুলেন্সে ঢাকায় যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় সাইফুলের। এ ঘটনায় মৃত সাইফুলের স্ত্রী আফরোজা (৩৫) বাদী হয়ে ১৬এপ্রিল ময়মনসিংহ জেলার পাগলা থানায় বুলবুল ও তার স্ত্রী পলি আক্তারের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার সাইফুল ইসলাম হত্যা মামলার ১ ও ২ নং আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে আত্মগোপনে ছিলো। পাগলা থানা পুলিশে একটি টিম ও আমাদের সঙ্গীয় ফোর্স নিয়ে সালান্দর ইউনিয়নে অভিযান চালিয়ে বিকালে তাদের গ্রেফতার করা হয়।