নিউজ ডেস্ক :
সমকাল মানুষের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে এবং অসহায় মানুষদের অধিকার তুলে ধরতে জনমত সৃষ্টি করে। তাই প্রত্যেক ঘরে সমকাল পৌছানোর ব্যবস্থা করতে হবে। সমকাল কোনো দল বা ঘরানার পক্ষপাতিত্ব করে না। মানুষের অধিকারের পক্ষে কথা বলে। সমকালের পক্ষপাতিত্ব রয়েছে গণতন্ত্র, নারীর অধিকার, মুক্তিযুদ্ধ, সুশাসন ও উন্নয়নের প্রতি। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সমকালের কলম চলবেই।
রবিবার দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে সমকালের পাবনা জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও সংবাদপত্র এজেন্টদের সঙ্গে মতবিনিময়কালে সমকালের বিশেষ প্রতিনিধি ও মাননীয় প্রকাশকের সমন্বয়কারী শরীফুল ইসলাম এ কথা বলেন।
সমকালের পাবনা অফিসের স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সমকালের জেনারেল ম্যানেজার (প্রচার) মো. হারুনার রশীদ, উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সেলিম সরদার, চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলন, সাঁথিয়া সংবাদদাতা অধ্যাপক জালাল উদ্দিন, পাবনার প্রবীন সংবাদপত্র এজেন্ট ইকবাল মোর্শেদ, আক্তারুজ্জামান রোমেল, লিটন শেখ প্রমুখ।
এর আগে পাবনা পৌছুলে পাবনা প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদস্য ফাহিমুল কবীর খান শান্ত, রিজভী জয়, শাহিন রহমান, আরিফ আহম্মেদ সিদ্দিকী,মনিরুজ্জামান শিপন ও মিজান তানজিল তাদের ফুল দিয়ে স্বাগত জানান।