নাটোর (সিংড়া)
জাতীয় শিক্ষা সপ্তাহ-2022 উদযাপন উপলক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা পর্যায়ে নাটোর জেলায় ” শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( কলেজ)” হিসাবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক
(পদার্থবিজ্ঞান), গোল- ই- আফরোজ সরকারি কলেজ, নাটোর ৷
গত ২৪ মে তারিখে জেলা প্রশাসক, নাটোর জনাব শামীম আহমেদ এবং জেলা শিক্ষা অফিসার , নাটোর জনাব আকতার হোসেন, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, নাটোরের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ)” এর স্বীকৃতিসনদ প্রদান করা হয় ৷
ইতোপূর্বেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সিংড়া উপজেলায় ” শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) ” হিসাবে
স্বীকৃতিলাভ করেছিলেন ৷ তিনি ২৯ তম বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য হিসেবে ০১ আগস্ট,২০১১ তারিখে প্রভাষক, পদার্থজ্ঞান পদে সান্তাহার সরকারি কলেজ, বগুড়াতে যোগদান করেন ৷পরবর্তীতে তিনি চাকরিসূত্রে
রানীভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর, আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর এবংরাজশাহী কলেজ, রাজশাহী-তে কর্মরত ছিলেন ৷
বিসিএস ক্যাডারে যোগদানের পূর্বে তিনি প্রভাষক, পদার্থবিজ্ঞান পদে রাজধানীর ইংরেজি মাধ্যমের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল & কলেজ, নিউ ইস্কাটন, ঢাকা এবং রিয়াম মডেল স্কুল & কলেজ,বগুড়া- তে শিক্ষকতা করেছেন ৷
মেধাবী ও চৌকষ এই শিক্ষা ক্যাডার কর্মকর্তা শিক্ষাজীবনের সকলস্তরে মেধা তালিকায় স্থানসহ প্রথম বিভাগ/শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয থেকে তরুণ বয়সেই এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ৷
তিনি সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি নটিংহাম, মানয়েশিয়া-তে পড়াশুনা করেছেন ৷
তিনি দেশে, বিদেশে আইসিটি, ডিজিটাল কনটেন্ট তৈরী ও শিক্ষা বিষয়ক প্যাডাগোজি সংক্রান্ত বিষয়ে বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৷ তিনি অটিজম ও নিউরো-ডেভেল্পমেন্টাল ডিজঅ্যাবিলি-টিজ(এনডিডি) সংক্রান্ত মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ এবং অটিজম ও এনডিডি সংক্রান্ত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৷ তিনি অটিজম ও এনডিডি সংক্রান্ত বিষয়ের মাস্টার ট্রেইনার রিসোর্স পারসন হিসেবে দেশের অভ্যন্তরে প্রশিক্ষক হিসেবে ক্লাস নিয়ে থাকেন ৷
তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, গোল- ই- আফরোজ সরকারি কলেজ ইউনিটের সম্পাদক এবং কলেজের ” ফোকাল পয়েন্ট” এবং “তথ্য প্রদানকারী কর্মকর্তা” হিসেবে দায়িত্ব পালন করে থাকেন ৷এছাডাও তিনি অত্র কলেজের বহু কমিটির আহবায়ক, সদস্য এবং জাতীয় দিবস উদযাপন কমিটির উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ৷
শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া, অনলাইন ক্লাস, ওয়েব ২.০ টুল; কাহোট, প্যাডলেড,পোল এভরিহয়ের, গুগুল ফরম প্রভৃতি ব্যবহারের দক্ষতা রয়েছে ৷
তাঁর জন্মস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের জানগ্রামে হলেও বর্তমানে পরিবারসহ বগুড়া পৌরসভার সুলতানগঞ্জ পাড়ার, হাকিরমোড় এলাকায় বসবাস করেন ৷
Leave a Reply