মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের হরিরামপুর মোড় চত্বরে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার লিভার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করেন ফায়ার ফাইটার মো. শাহিন ও মো. মেহেদী। এসময় স্থানীয় প্রায় অর্ধশতাধিক দোকানী, পথচারী উপস্থিত ছিলেন।
হরিরামপুর উপজেলায় বিভিন্ন বাজার ও বাসাবাড়িতে ব্যবহৃত। এলপিজি গ্যাসের আগুন হাত ও বালতি দিয়ে কিভাবে নেভানো হয়, সেই অগ্নিনির্বাপণ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।