মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ, সু-স্বাস্থ্য রক্ষা এবং ভ্যাকসিনেশনের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে (সোমবার) সকাল ১০টায় হরিরামপুর উপজেলা হল রুমে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ও উপজেলা পরিষদের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে কোভিড নিয়ন্ত্রণ, সু- স্বাস্থ্য রক্ষা এবং ভ্যাকসিনেশনের উদ্বুদ্ধকরণ কর্মশালায় আলোচক হিসেবে স্বাস্থ্য বিষয়ক বিশদ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জাইক্যার প্রতিনিধি মো. মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply