নিজস্ব প্রতিবেদক :
৮০ লাখ টাকা ব্যয়ে ঢাকার বাইরে দেশের একমাত্র মিউজিক কলেজ ‘শহীদ সাধন সংগীত’ কলেজের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে পাবনা সদর আসনের সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
পৌর শহরে শহীদ সাধন সঙ্গীত কলেজের চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরে সদর উপজেলার দুবলিয়ায় সাড়ে ৩৫ লাখ টাকা ব্যয়ে ছয়গড়িয়া সাত্তার মন্ডলের বাড়ি থেকে হটোরা মন্তাজের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, কলেজ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কলেজের অধ্যক্ষ সোহেলা পারভীন ছবি, আওয়ামীলীগ নেতা শাজাহান মামুন, সেলিম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।