সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুরে গুনগতমানসম্পন্ন আখ উৎপাদনের জন্য আখচাষীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জিল বাংলা চিনিকলের সাব জোনাল অফিসে APA ও IAP লক্ষ্যমাত্রা অর্জনের জন্য
আখের একর প্রতি ফলন বৃদ্ধি ও গুনগতমানসম্পন্ন আখ উৎপাদনের জন্য আখচাষীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আখচাষীদের ২ দিনব্যাপী এ
প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষনে আখচাষীদের আখচাষের আধুনিক কলাকৌশল, রোগ ও পোকামুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও ব্যাবহার,ই গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরন ও মোবাইল ব্যাংকিং'র মাধ্যমে আখের মূল্য পরিশোধ, মিলের ঋণ বিতরন ও আদায় পদ্ধতি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক কৃষিবিদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিল বাংলা চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জিল বাংলা চিনিকলের সহ সাধারণ সম্পাদক ও ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রশিক্ষনে প্রতিটি ইউনিট থেকে ৪ জন করে ৬০ জন আখচাষী অংশগ্রহণ করেন।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
৩১.০৫.২০২২