ফরহাদ হোসেন, সাভার প্রতিনিধিঃ
এক যুগের ও বেশি সময় ধরে যাত্রা শুরু করে জাবির আইন অনুষদ। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের চারতলায় একটিমাত্র কক্ষ দিয়েই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এছাড়া, জহির রায়হান মিলনায়তনের উপরে একটি কক্ষকে দুভাগ করে শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থীর জন্য যা মোটেও যথেষ্ট নয়। ক্লাসরুমের অভাবে এক বর্ষের ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় অন্য বর্ষ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। বিভাগের শিক্ষক-কর্মকর্তাদের বসার জন্য মাত্র একটি করে কক্ষ রয়েছে। সেমিনার লাইব্রেরীর অভাবে শিক্ষার্থীরা আইনের গুরুত্বপূর্ণ রেফারেন্স বইগুলোও সংরক্ষণ করা সম্ভব হচ্ছেনা। আইন বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য নেই কোন মিটিং কক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪ শত কোটি টাকার অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে আইন অনুষদের জন্য কোনো বরাদ্দ নেই। শিক্ষার্থীরা নিজস্ব অনুষদ বিভাগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
এ নিয়ে মানববন্ধনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আইন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ। ৪র্থ বর্ষের শিক্ষার্থী আনিকা বলেন, 'যদি প্রশাসন মনে করে আমাদের এভাবেই বঞ্চিত করবে, সেটা কখনও হতে দেয়া হবে না। শিক্ষার্থীদের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে।
আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও বিভাগীয় প্রধান তাপস কুমার দাস বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হয়েছে আমরা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছি। বিশ্ববিদ্যালয় মানে একটা ক্লাসরুমের নিশ্চয়তা থাকা, একাডেমিক কার্যক্রমের সব সুযোগ সুবিধা থাকা। উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার ভিত্তিতে ১ থেকে ১৪ পর্যন্ত প্রকল্পগুলো আছে সেটি দেখে আমি সম্পূর্ণরূপে হতাশ হয়েছি। একাডেমিক কার্যক্রমের কোন সদিচ্ছা আমি এ উর্ন্নয়ন প্রকল্পের মধ্যে দেখতে পাইনি। গত ১০ বছর কি যথেষ্ট নয় একটা বিভাগের উন্নয়নের জন্য?
মঙ্গলবার (৩১ মে) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইন বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।