নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
মোঃ নাফিস ইকবাল
নেছারাবাদে লাইসেন্স না থাকা, মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ বিক্রি, নিষিদ্ধ ঔষধ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ পোল্ট্রি ও ফিস ফিডের ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পাল ওই আদালত পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এ শাহিন পোল্ট্রি ফার্ম ও ফিস ফিডকে ১৫ হাজার টাকা,একতা পোল্ট্রি ফিডকে ১৫ হাজার টাকা, নারিস পোল্ট্রি ফিডকে ১০ হাজার টাকা, মদিনা পোল্ট্রি ফিডকে ৮ হাজার টাকা ও সিফাত পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
এ সময় উপজেলা ভেটেনারী সার্জন ডা. মো. শওকত আলী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পাল বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।