মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় 'ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্যে রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপ পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এইচ.এম বোরহানউল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর
(সিসি) সহ-পরিচালক ডাঃ খাদিজা নাহিদ ইভা।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়। ইউনিয়ন স্বাস্থ্য সেবার ক্লিনিকগুলোতে আগের থেকে স্বাস্থ্য সেবা যেমন সুফল মিলছে, তেমনি স্বাভাবিক সন্তান প্রসবে অধিকাংশে আস্থা বেড়েছে। কর্মশালায় আরোঅংশগ্রহণ করেন উপজেলার ০৬ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মীবৃন্দসহ আরো অনেকে।