এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে মারপিট করে আহত করেছে বখাটেরা। ওই স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী। আহতরা মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার ঘাষিগ্রাম ইউপির অতানারায়নপুর গ্রামের অফির মোড়ে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদি হয়ে বখাটে নুর-আমিনসহ হামলাকারীদের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হচ্ছেন, আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আঙ্গুরা আক্তার (১৫), ভাই মোমিন হোসেন (১৬), আকাশ আলী (১৬), দশম শ্রেশীর শিক্ষার্থী সাওয়ার জাহান (১৭) ও শিমুল পারভেজ (১৭) ।
অভিযাগ ও এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার গোছা গ্রামের নুরুল ইসলামের ছেলে আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী নুর আমিন (১৮) একই শ্রেণির এক ছাত্রীকে কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীর পরিবার একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দিয়েছেন। সর্বশেষ গতকাল সোমবার স্কুল চলা অবস্থায় বিষয়টি মিমাংসা করে দেন প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। পরে দুপুরে স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়িতে যাওয়ার পথে উত্ত্যক্তকারি নুর-আমিনসহ বহিরাগত ৮/১০ জন বখাটে যুবককে সাথে নিয়ে ফের শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে ঐ স্কুলছাত্রীসহ অন্যান্য শিক্ষার্থীরা আহত হন।
স্কুল ছাত্রীর বাবা মো. বাবু বলেন, এই বিচারের আগে আরো কয়েকবার মিমাংসা হয়েছে। কিন্তু বখাটেরা বার বার এধরনের ঘটনা ঘটায়। এজন্য আমরা থানায় অভিযোগ দিয়েছি। যেন এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং আমার মেয়ে যেন ন্যায্য বিচার পাই।
আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মিমাংসা পরে এধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির সাথে সমন্বয়ে আবারও মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, প্রথমে খবর পেয়ে আমি উভয় পক্ষের সমাঝতা করে দিয়েছি। এরপর ফের তারা হামলা হরেছে। তবে উভয় পক্ষের ছেলেরা আহত হয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে আবারো উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply