লিটন সরকার, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ১৯৭৩ সালের ৫ জানুয়ারী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা জন্মগ্রহণ করেন।বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রহমান ও মরহুমা মফিলা রহমান এর প্রথম সন্তান তিনি। ছাত্র জীবনের শুরু থেকেই অত্যন্ত কৃতিত্বের সাথে রৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক,রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে মাধ্যমিক, রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গনিত বিভাগ থেকে সাফল্যের সাথে বিএসসি (অনার্স ) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে গত ৩১/০৫/২০০১ ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন।
জনাব খালেদ ইতিপূর্বে ডিসি হিসেবে ডিবি, ডিএমপি ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
রৌমারীর সন্তান মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর পদোন্নতি হওয়ায় উত্তরবঙ্গ সংবাদ এর পক্ষ থেকে জনাব মাশরুকুর রহমান খালেদ কে অভিনন্দন।
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল ও জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন আশা করছি।