সায়েফিন আহমেদ ফিরোজ (প্রধান ক্রিড়া প্রতিবেদক) ।
দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব এর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইটালি।দুই মহাদেশের ইউরোকাপের চ্যাম্পিয়ন ইটালি ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে ৩য় বারের মত আয়োজন করে ইউরোপ ও ন্যাটিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এবারের আসর আয়োজন করা হয় ফুটবল বিশ্বের ইশ্বর নামে খ্যাত প্রয়াত ম্যারাডোনাকে অনুসরণ করে।দুই মহাদেশ চ্যাম্পিয়ন হয়ে ম্যাচে অংশ গ্রহণ করতে হয়েছে।বাংলাদেশ সময় ১২ঃ৪৫ মিনিটে খেলা শুরু হলে দুই পক্ষের আক্রমনাত্মক খেলা শুরু করে।একের পর এক এট্যাকে খেলা চলতে থাকে।২৮ মিনিটে মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন মার্টিনেজ।২য় গোলটি পেতে আর্জেন্টিনাকে বেশি সময় অপেক্ষা করতে দেননি ডি মারিয়া।প্রথমার্ধের শেষ মিনিটের কয়েক সেকেন্ড আগে ইটালির জালে বল জড়িয়ে দেন ডি মারিয়া।২ -০ গোলে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেন আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইটালি তেমন আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনার দিকে।কয়েকটি শর্ট নিলেও তেমন ফলাফল আনতে পারেননি ইটালিয়ান শিবির। সেলসো কে উঠিয়ে নিয়ে ৯০ তম মিনিটে মাঠে নামানো হয় দিবালাকে।অতিরিক্ত ৪ মিনিটের খেলায় কয়েক সেকেন্ড আগে আবারো মেসির অ্যাসিস্টে দিবালা গোল করেন।দিবালার গোলে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত দল হিসেবে রেকর্ড করলো আর্জেন্টিনা।
এর আগে দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব এর লড়াই হয়েছিল ১৯৮৫ সালে প্রথম বার।সে বার শিরোপা ঘরে নিয়েছিল আর্জেন্টিনা। ১৯৮৯ সালে ২য় আসর হওয়ার কথা থাকলেও দুই দলের খেলা থাকায় অনুষ্ঠিত করতে পারেনি।২য় বার আয়োজন করেছিল ১৯৯৩ সালে।