আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
বিপন্ন মানবতায় প্রবাসীর জয় এই স্লোগান’কে সামনে রেখে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। তারই ধারাবাহিকতায় (বৃহস্পতিবার ২ জুন) যশোরের চৌগাছায়,
স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ এর উদ্দ্যোগে পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর খানকায়ে শরিফ হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রিপন মাহমুদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সুফি মহিউদ্দিন মৃধা, মাদ্রাসার পরিচালক মাওলানা আমির হামজা সহ আরো অনেকে।
মাদ্রাসার পরিচালক মাওলানা আমির হামজা তার বক্তব্যে বলেন, চৌগাছা পরিবার সেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকে এর আগে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেটি মাদ্রাসার বিশেষ সংষ্কারে ব্যায় করা হয়।
পরবর্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ জানান, চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি, চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন সবসময় মানবতার কল্যানে ছিলো। এবং আমরা ভবিষ্যতে মানবতার কল্যানে কাজ করে যাবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহিন কবির, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলামিন হুসাইন, অর্থ সম্পাদক গোলাম রাব্বি, জিয়াউর রহমান, নুর-আলম সিদ্দিকী, বিলটু হোসেন, আনিচুর, জাহিদুল ইসলাম, মমিনুর রহমান, সোহেল রানা, ইমরান হোসেন, সুজন ইসলাম, আছির উদ্দিন প্রমুখ
“আসুন মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই”। এই আহবানে ৩ জানুয়ারি ২০২১ সাল থেকে শুরু হয় এই সেচ্ছাসেবী সংগঠনের পথচলা। শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নগদ অর্থ দিয়ে সাহায্য করা, হুইল চেয়ার কিনে দেয়া, দুর্ঘটনায় আহতদের আর্থিক সাহায্য, মাদ্রাসায় আর্থিক সাহায্য, ছাত্রদের কোরআন শরীফ প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, করোনা কালীন মাস্ক বিতরণ, শিশুর জন্য দুধের ব্যবস্থা, এমন অনেক সেবামূলক কাজ করে আসছেন এই সংগঠনটি। চলতি বছরের প্রথম থেকেও বেশ ক’টি কর্মসূচী ছিল বলে জানা গেছে।
Leave a Reply