আবু সাঈদ
সাঁথিয়া, পাবনা।
যাওয়া হলো না কভূ জোছনার দেশে,
তবে আজও মাঝে মাঝে চাঁদ দেখা হয় কোন একাকী অবসরে।
প্রিয় নক্ষত্র দেখা হবে না আর পাশাপাশি বসে,
তবু ক্লান্ত পথে চলতে দেখি নক্ষত্র কিছু আলো হয়ে আছে আমার আধাঁরে।
কখনো হলো না বলা কিছু গোপন,যা সযত্নে লালিত,
তবে তাই তারা রহস্য হয়ে রইল দিগন্তে লাল হয়ে।
ফিরে ফিরে আসে প্রতিদিন গোধুলী বেলায়,
….শুধু তোমার জন্যে।
Leave a Reply