প্রতিনিধি, প্রত্যুষ ইসলাম , শেরপুর
শেরপুরে তারুণ্যের প্রতীক ফাউন্ডেশন এর উদ্যােগে জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধের জন্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে শপথ পাঠ করানো হয় এবং শিশুদের অধিকার নিয়ে আলোচনা করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার এবং বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক আরো উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতীক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।তারা বলেন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বাল্যবিবাহ বন্ধের জন্য জাতীয় পরিকল্পনা প্রণয়ন করা। বাল্যবিবাহ বন্ধে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। আবার এ শিক্ষা কর্মক্ষেত্রে কতটা কার্যকর, সেটাও দেখতে হবে। মেয়েরা চাকরি ও শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে কি না, সেটাও দেখা প্রয়োজন। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এজন্য তারা সমাজের সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। উক্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Wow wow