এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে তালগাছ পরিস্কার করতে উঠে গাছের উপরেই মারা গেলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন (৫০)। তিনি তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বাড়ি তালন্দ উপরপাড়া মহল্লায়। পিতা মৃত তাহির উদ্দিন। আজ (৩ জুন) শুক্রবার সকালের দিকে ঘটে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা। এঘটনায় এলাকাজুড়ে যেমন শোকের ছায়া নেমে এসেছে। ঠিক একইভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক গিয়াস উদ্দিন বাড়ির আঙ্গিনায় নিজের তাল গাছ পরিস্কার করার জন্য গাছের উপরে উঠেন। এরপর গাছের উপরেই তাল গাছের ডাল পড়ে মাজার হাড় ভেঙ্গে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে মারাত্নক জখম হয়। এতে তিনি গাছের উপরেই মারা যান। এঅবস্থায় প্রতিবেশিরা গাছে উঠে তার মরদেহ নিচে নামান।
প্রতিবেশিরা আবেগ আপ্লূত হয়ে জানান, এমন মৃত্যু মানার মত নয়। কার কোথাই কিভাবে মৃত্যু হবে বলা যাবে না। যার জলন্ত প্রমান শিক্ষক গিয়াসে মৃত্যু। এমন মৃত্যু তার স্ত্রী ও মেয়ে ছাড়াও আত্মীয় স্বজনরা কেউ মেনে নিতেই পারছেন না। বিশেষ করে স্ত্রী ও মেয়েরা মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে ফেলছেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারদের সমবেদনা জানান থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।