মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় গাড়ি চোর চক্রের হোতা ও তার নারী সহযোগী (কথিত স্ত্রী) কে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত বুধবার পিরোজপুর সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত রিমান্ডের আদেশ দেন।
ঐ দিন সন্ধ্যায় আদালত থেকে রিমান্ড মঞ্জুরের আদেশ থানায় গেলে কাউখালী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের পিরোজপুর জেলা কারাগার থেকে কাউখালী থানায় নিয়ে আসে।
চক্রের হোতা তৌফিকুর রহমান সাওন-(২০) পিতা:-মোস্তফা সিকদার সাং -হুলারহাট ও তার সহযোগী কথিত মডেল তাহার স্ত্রী নিগার সুলতানা কেয়া,(২২) পিতা:-নিজাম শরীফ সাং-উদয়কাঠী দাউদপুর।
উল্লেখ্য চক্রটি -১৮ ই মেয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে যাত্রীবেশে পদ্মা সেতু ফরিদপুর বাগেরহাট বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে হোটেলে রাত্রিযাপন করেন। এরপর -২২ মে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম মোঃ ফিরোজ খান এর বাড়িতে আশ্রয় নেন ।
রাতে গাড়িটি তাদের নিকট- আত্মীয়ের মাধ্যমে চুরি করে সকালে নাটক সাজান ।
গাড়ির চালক শহিদুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে -999 ফোন করে অভিযোগ করেন ।পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সালে বলেন গাড়ি চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত আসামিদের -২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আবার আদালতে পাঠানো হবে।
পিরোজপুর প্রতিনিধি
Leave a Reply