যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগে খুলনা গামী গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-০৩০৩) বৃহস্পতিবার (০২ জুন) সকাল ৮টার সময় (আনুমানিক) একটি ট্রাক কে বেপরোয়া গতিতে অতিক্রম করতে যেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে যাই। আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ গোবিন্দ পোদ্দার বলেন, আহত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। গুরুতর আহত ফারক ইসলামকে (৬০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতরা হলেন- মোড়লগঞ্জের টি এস জামান (৫২), খুলনার সাধন দাস (৪০) ও এহসান হোসেন (২৩) । খুলনার একই পরিবারের তপন দাস (৪০) তার স্ত্রী মিতালী দাস (৩৩) ও মেয়ে ঐশী দাস (৮), বসুন্দিয়ার সেলিনা বেগম (৬০), খোড়লিয়া রুহুল-আমিন ( ৫৬), নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ কর্মরত মোস্তাফিজুর রহমান (৫২), শৈলকূপার কালাচাঁদ (৬০), বাগেরহাটের ফারক ইসলামকে (৬০) রের্ফাড করা হয়। চুয়াডাঙ্গার শিখা (৪০), কোটালীপাড়ার ফেরদৌসী বেগম (৪৫), গোপালগঞ্জের শাহাজান ফকির (৬০) । অঞ্জাত নামা আরও দুই জন।