সানজিম মিয়া – রংপুর
হালকা গুড়ি গুড়ি বৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার শেষ সীমান্তবর্তী ইউনিয়ন নোহালীর কচুয়ার বাজারের প্রধান সড়ক এবং কাঁচামাল হাটিতে পানি জমে ব্যবসায়ী থেকে শুরু করে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
দেশের উত্তরাঞ্চলে অসময়ের এই বৃষ্টির কারণে শনিবার (৪ জুন) বিকালে সরেজমিনে দেখা যায় বাজারের প্রধান প্রবেশপথ আব্দুল হান্নানের মোড় থেকে কে,এন,বি উচ্চ বিদ্যালয়ের গেট পর্যন্ত পানি জমে সাধারন জনগন ও স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রধান সড়কের দু’পাশের দোকানদাররা জানায় একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে সাত দিন যার ফলে দুর্ভোগ পোহাতে হয় তাদের।
শুধু প্রধান সড়কের পাকা রাস্তায় নয় বাজারের ভিতরের অংশ (কাঁচামাল হাটি) অত্যান্ত গুরুত্বপূর্ণ তা প্রায় সময় এই পানি ও কাদায় ডুবে থাকে।
স্থানীয় ব্যক্তিরা জানান, কচুয়া বাজারের ড্রেনেজ ব্যবস্থার পশ্চিম দিকে আব্দুল হান্নান মিয়ার দোকান মোড়ের জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছেনা ড্রেনের পশ্চিমাংশের মুখ খুলে দিলে এর সমাধান পাওয়া যেতে পারে।
দীর্ঘদিন জলাবদ্ধতায় ভোগান্তির পর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ আলীর কাছে সমাধান চায় বাজারের ব্যবসায়ী এবং সচেতন নাগরিকগণ।তারা জানায় সারাদিন বৃষ্টি হবে যদি বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না।
বাজারের প্রধান সড়কের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply