নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজের বিরুদ্ধে এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এলেঙ্গা বাগানবাড়ি এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতে কাউন্সিলর আজিজকে অভিযুক্ত করে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন করেছেন গৃহবধু শাবানা বেগম (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, মশাজন গ্রামের মৃত আজমতের ছেলে সাবেক কাউন্সিলর আব্দুল আজিজের সাথে প্রতিবেশী শাবানা বেগমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । এ নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে ঝগড়ার সৃষ্টি হলে কাউন্সিলর আজিজ শাবানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে মানা করায় সে ক্ষিপ্ত হয়ে শাবানা বেগমকে এলোপাথাড়ি শরীরে কিল,ঘুষি মারতে থাকেন । এসময় শাবানা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কাউন্সিলর আজিজ সটকে পরেন।
ভুক্তভোগী শাবানা বেগম জানান, আজিজ এলাকায় অনেক প্রভাবশালী। সে এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। আমি আজিজের দৃষ্টান্তমূলক বিচার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।
এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, তার সাথে কথাকাটাকাটি হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply