রাংঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পশ্চিম গাব্বুনিয়া গ্রামে, পশ্চিম গাব্বুনিয়া ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গডে তোলার কথা বলে স্থানীয় (আলমাস) ওরপে ইলিয়াস মাওলানা (৬০) স্থানীয় মৃত জনাব ইসমাইল মৃধার থেকে ৫ কড়া জমি নিবে বলে ইলিয়াস মাওলানা গাব্বুনিয়া মউজার ১২৮ খতিয়ানের ১৭ কড়া জমি জালিয়াতি করে ১৯৯৪ সালে রেজিস্ট্র করে নেয়।
দলিলে ইলিয়াস মাওলানার বাড়ীর সামনে ইবতেদায়ী মাদ্রাসা হওয়ার কথা উল্লেখ থাকলেও সেখানে কোন ইবতেদায়ী মাদ্রাসা নেই। সেখানে ছিল গাব্বুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বালিকা বিদ্যালয় টি গাব্বুনিয়া নজরুল মাষ্টার বাড়ীর সামনে স্থান্তরিত হওয়ায়...পরিতাক্ত একটি টিনসেটে (সাবেক বালিকা বিদ্যালয়) ইবতেদায়ী মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়ে এই জালিয়াতি করছেন।
ইসমাইল মৃধার মৃত্যুর পরে তার ওয়ারিশগন প্রতিষ্ঠান না থাকার কারনে জমি চাইতে এলে আলমাস (ইলিয়াস মাওলানা) তাদের সাথে খারাপ ব্যাবহার করে এছাড়াও অনেক শিক্ষক কিছু মানুষদের চাকরী দিবে বলে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা জায় মৃত্যু ইসমাইল মৃধা খুবই ধর্মভীরু ও সাদাসিধা ভদ্র মানুষ ছিলেন.....তার এ সরলতাকে কাজে লাগিয়ে আলমাস (ইলিয়াস মাওলানা) এ জমি জালিয়াতি করে নিয়ে নিজেই ভোগদখল করছে। প্রতিবেদকের কাছে ভিডিও ফুটেজ আছে। এ বিষয়ে মাওঃ মোঃ ইলিয়াস কে মুঠোফোনে বারবার ফোন করলেও ফোন রিছিপ করেন নি।।